সময় প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, বরফের টুকরোর মতো, আমার জীবন থেকে। আমি অযত্নে অনাদরে অবহেলায় এই `সময়` নামক মহামূল্যবান সম্পদকে হারিয়ে ফেলছি। কোনো আফসোস আমার মাঝে কাজ করছে না। আমার মতো ব্যক্তিদেরই পবিত্র কুরআন গাফেল বলে সাব্যস্ত করেছে।আজকের পৃথিবিতে মানুষ সময়ের মতো আর কোন জিনিসের এত অপচয় করছে না। তাই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেনা।
সময়ের অপচয় মানুষ আজ বিভিন্ন কারণে করছে। বিশেষ করে স্মার্টফোনের অপব্যবহার। এসব স্মার্টফোনে বিভিন্ন ধরনের গেমস, ফেসবুক এবং ইউটিউবে অতিরিক্ত আসক্তি। আমরা এ আসক্তি থেকে নিজেকে মুক্ত করবো এবং অন্যদেরকেও মুক্ত করতে সচেষ্ট হবো।
আমরা আরও কিছু করতে পারি সময়ের অপচয় রোধ করতে। যেমন আমরা আমাদের যার যার কাজে নিয়োজিত থাকি। অবসর সময়ে বই পড়ার অভ্যাস করি। সাপ্তাহিক ছুটিতে সমাজ সেবামূলক কাজে জড়িত হই। তাহলে আমাদের সময় অপচয় রোধ করা অনেকটা সম্ভব হবে।
ইয়াকুব আলী ইমাম
শিক্ষক, কবি ও লেখক
Some text
ক্যাটাগরি: Uncategorized