প্রায় ১৫০০ বছর পূর্বে নাজিল হওয়া আল কুরআন সমগ্র মুসলিমের জন্য সর্বশেষ কিতাব নয় সমগ্র মানবজাতির জন্য কল্যাণের বাণী নিয়ে নাজিল হয়েছিল। আল কুরআন পৃথিবী ধ্বংসের আলামত হিসেবে বিভিন্ন সূরায় (অধ্যায়) এ আলোচনা করেছেন। প্রতিটি আয়াত নাজিল হওয়ার পিছনে রয়েছে এমন কিছু ঘটনা যা কেয়ামতের পূর্ব পর্যন্ত সকল মানবজাতির জন্য উন্নতি ও ধ্বংসের কারণ বর্ণিত রয়েছে। তাফসীরকারকগণ সূরা কাহাফের তিনটি ঘটনার মাধ্যমে কিয়ামতের অসংখ্য নিদর্শন সম্পর্কে খিজির (আঃ) আর মুসা (আঃ) নবীর মধ্যকার কথোপকথনের মাধ্যমে সবর ও শিক্ষামূলক তিনটি নসিয়ত এর মাধ্যমে জ্ঞানের পরিসীমা ও আল্লাহর অসীম জ্ঞানের তুলনামূলক পার্থক্য বুঝিয়েছিলেন পাখির পানি পানের ঘটনা থেকে। জ্ঞান অর্জন মানব জাতির প্রথম কাজ “পড়” শব্দখানার আরবি পরিভাষা দিয়ে আল কুরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। আমরা আজ জ্ঞান বিমুখ হয়ে যাচ্ছি দিন দিন। RGB কালার মোডে সারাদিন এন্ড্রয়েড ডিভাইস চালাতে চালাতে সকলের দৃষ্টি একটি নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। উদাহরণ স্বরূপ বলা যায়, দোকানে গেলেন দোকানদার মোবাইল চালাচ্ছে আর আপনার মাল মাপতেছে, বাসে উঠেই মোবাইল নিয়ে শুরু হলো চেটিং বা ভিডিও দেখা। অথচ ইসলাম ধর্মে যানবাহনে আড়োহনের সময় দোয়ার বিধান রয়েছে আর দোয়া বা জিকিরের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী থাকা যায়।
কিন্তু আমাদের সকলের দৃষ্টিকে একদিকে কনভার্ট করে একটা শ্রেণী অস্ত্র প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতায় নিজেদের মহামূল্যবান ইজ্জত সম্মানকেও পয়সার বিনিময়ে বিলিয়ে দিতে কৃপণতাটুকু বোধ করেনা। সম্মোহনী শক্তি কালা জাদুর একটা প্রভাব বা ধ্যান ধারণা বিভিন্ন প্রচলিত কুসংস্কার একসময় বিদ্যমান ছিলো। কালাজাদুর মাধ্যমে জাদুগ্রস্ত করে গৃহস্থের সম্পদ লুট করে বা চুরি করে নিয়ে যেতো একটা শ্রেণী। আজকাল ডিজিটাল ডিভাইস নামে বিভিন্ন যন্ত্র দিয়ে পুরো প্রকৃতি পর্যন্ত নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে। মহাকাশ যুদ্ধ দুনিয়া কেয়ামতের গুরুত্বপূর্ণ আলামতসমূহের মধ্যে অন্যতম। আর কিসের প্রতীক্ষা এখনই সময় সব দুনিয়াবী প্রতিযোগিতাকে পিছনে ফেলে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াবী জীবন যাত্রা পরিচালনা করার তৌপিক আল্লাহ তায়ালা যেন আমাদের দান করেন।
সংকলনঃ ইমতিয়াজুল ইসলাম সৌরভ (এলএলবি)
Some text
ক্যাটাগরি: Uncategorized