আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই ২০২২) থেকে ৭ দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়ায় শুরু হচ্ছে “বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা কর্মশালা”। আদ দাঈ সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত কোর্সটি অনুষ্ঠিত হবে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া মোড় সংলগ্ন বাইতুর রাসুল (সা.) ইসলামিয়া মাদ্রাসায়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন ‘আদ দাঈ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক; বক্তৃতা-আবৃত্তি-উপস্থাপনা বিষয়ক সাড়া জাগানো বই ‘মঞ্চ থেকে মিডিয়া’র লেখক জামিল আহমাদ আল জামি। সহপ্রশিক্ষক হিসেবে আছেন তরুণ লেখক ও মঞ্চ কাঁপানো উপস্থাপক আমির হামজা আল জামি এবং সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন।
যাতায়াত: যাত্রাবাড়ী/সাইনবোর্ড থেকে স্টাফ কোয়ার্টার হয়ে চনপাড়া মোড়ে অবস্থিত বাইতুর রাসুল (সা.) ইসলামিয়া মাদরাসা। সার্বিক যোগাযোগ: মাওলানা জামিল আহমদ আল জামি- 01976541282 ও আমির হামজা আল জামি 01732885248
উল্লেখ্য, প্রতি ঈদ ও পরীক্ষার ছুটিগুলোতে আদ দাঈ সাহিত্য একাডেমি সারাদেশের ভিভিন্ন জায়গায় নিয়মিতই আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করে থাকে।
ক্যাটাগরি: ইসলাম, প্রধান খবর, শীর্ষ তিন