সনদ প্রদান করেন আদ-দাঈর প্রধান প্রশিক্ষক জামিল আহমাদ আল জামি, দেশ দর্শন সম্পাদক ও ভাষাপ্রশিক্ষক জাকির মাহদিন, সহপ্রশিক্ষক আমির হামজা আল জামি।
জামিয়া আরাবিয়া ব্রাহ্মণবাড়িয়ায় (খৈয়াসার-বিরাশার) গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা উপস্থাপনা কোর্স ২০২২’ গতকাল সোমবার শেষ হওয়ার পর আজ দুপুর ১২টায় মাদরাসার হলরুমে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী প্রায় সবাই উপস্থিত ছিলেন।
সনদ প্রদান করেন আদ-দাঈর প্রধান প্রশিক্ষক জামিল আহমাদ আল জামি, দেশ দর্শন সম্পাদক ও ভাষাপ্রশিক্ষক জাকির মাহদিন, সহপ্রশিক্ষক আমির হামজা আল জামি, জামিয়া আরাবিয়া ব্রাহ্মণবাড়িয়া খৈয়াসার-বিরাশার মাদরাসার পরিচালক মুফতি শরীফ আহমাদ প্রমুখ।
ক্যাটাগরি: প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, শীর্ষ তিন