আগামী ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কার্যালয়ের সামনে 'ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন'
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মাওলা ভবন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ করিম।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব কাজী জহির উদ্দিন তিতাস। বক্তব্য রাখেন সহসভাপতি হীরা আহমেদ জাকির, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাকির মাহদিন, অর্থ সম্পাদক রূপচান গোস্বামী হৃদয়, সদস্য মোঃ এনামুল হক, খাদেমুল ইসলাম জীবন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় আগামী ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কার্যালয়ের সামনে (ফকিরাপুল সংলগ্ন, মাওলা ভবন, টি এ রোড, ব্রাহ্মণবাড়িয়া) ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা শেষে বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাকির মাহদিন।
ক্যাটাগরি: প্রধান খবর, ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন