"জাকির মাহদিনের ক্লাসটি আমরা উন্মুক্ত ঘোষণা করতে পেরে আনন্দিত। আশা করি তার এ ক্লাসে আমাদের কোর্সের নিয়মিত প্রশিক্ষণার্থীদের বাইরেও অনেকেই অংশগ্রহণ করবেন।"
ঢাকা সাইনবোর্ড ‘মাদরাসাতুল ফুনুন’-এ গত জুন ২০২২ থেকে প্রতি শুক্রবার শুরু হয়েছে `আদ-দাঈ সাহিত্য একাডেমি’র “বক্তৃতা, আবৃত্তি, উপস্থাপনা ও লেখালেখির” ৩ মাসব্যাপী সাপ্তাহিক কোর্স। গত ২৭ মে শুক্রবার সাইনবোর্ডের ‘মাদরাসাতুল ফুনুন’-এ ফ্রি সেমিনার বা উন্মুক্ত ক্লাসের মাধ্যমে এটি শুরু হয়। এতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাহিত্য, সাংবাদিকতা ও লেখালেখি বিষয়ে ক্লাস নেবেন তরুণ গবেষক, সাংবাদিক ও কলামিস্ট হাফেজ জাকির মাহদিন। আর এই সময়ের ক্লাসটি কোর্সে ভর্তি হয়নি যারা, তারাসহ সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন কোর্স পরিচালক জামিল আহমাদ আল জামি ও সহ-পরিচালক আমির হামজা আল জামি।
আরো পড়ুন: আদ-দাঈ’র তিন মাসব্যাপী সাপ্তাহিক কোর্সে ব্যাপক সাড়া
তারা জানান, অন্যান্য ক্লাসগুলো ভাষা ও ব্যাকরণ বিষয়ক এবং দীর্ঘ মেয়াদে ধারাবাহিক হওয়ায় সবার জন্য আমরা উন্মুক্ত ঘোষণা করতে না পারলেও অন্তত জাকির মাহদিনের ক্লাসটি আমরা উন্মুক্ত ঘোষণা করতে পেরে আনন্দিত। আশা করি তার এ ক্লাসে আমাদের কোর্সের নিয়মিত প্রশিক্ষণার্থীদের বাইরেও অনেকেই অংশগ্রহণ করবেন। তার লেখালেখি, চিন্তা ও বক্তব্যের বিষয়গুলোও সর্বজনীন, যা উন্মুক্ততার দাবি রাখে।
অবস্থান: মাদরাসাতুল ফুনুন (যাত্রাবাড়ি ও চিটাগাং রোডের মধ্যবর্তী স্থান)। বিস্তারিত তথ্য ও যোগাযোগ: 01818-728484
ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান, প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, শীর্ষ তিন