ঢাকার সাইনবোর্ডের ‘মাদরাসাতুল ফুনুন’-এ (যাত্রাবাড়ি ও চিটাগাং রোডের মধ্যবর্তী স্থান) আগামী ০৩ জুন শুক্রবার উদ্বোধনী ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বক্তৃতা, আবৃত্তি, উপস্থাপনা ও লেখালেখির সাপ্তাহিক কোর্স। ক্লাসের সময় প্রতি শুক্রবার সকাল ৮ টা-১১টা (জুম্মার পূর্বে)। তবে এর আগে আগামী শুক্রবার ২৭ মে ফ্রি সেমিনার বা উন্মুক্ত ক্লাস হবে। এরও সময়- সকাল ৮ টা-১১টা পর্যন্ত।
কোর্সটি পরিচালনায় থাকছেন ভাষা ও ব্যাকরণ বিষয়ক প্রশিক্ষক ও আদ-দাঈ সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল আহমাদ আল জামি। তিনি এই কোর্সে প্রধান প্রশিক্ষক হিসেবেও ক্লাস নেবেন। সহ-প্রশিক্ষক হিসেবে থাকছেন আমির হামজা আল জামি। এছাড়া অতিথি প্রশিক্ষক হিসেবে আছেন মুফতি আতিক রহমান এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন।
উল্লেখ্য, বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ: 01818-728484
ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান, প্রধান খবর, শীর্ষ তিন, সারাদেশ